Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঠাকুরগাঁও জেলা কারাগারের তথ্য বাতয়নে স্বাগতম।


এক নজরে ঠাকুরগাঁও জেল

ঠাকুরগাঁও জেলা কারাগার একটি প্রাচীন কারাগার। এটি ১৮৯২ সালে উপ-কারাগার হিসেবে স্থাপিত হয়। তারপর ১৯৮৪ সালে তা বর্তমান স্থানে সম্প্রসারিত হয় এবং জেলা কারাগার হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

এই জেলা কারাগারের মোট জমির পরিমাণ ২.৮৩ একর, তন্মধ্যে পেরিমিটার ওয়ালের ভিতরে জমির পরিমাণ ০.৮২ একর এবং বাইরে জমির পরিমাণ ০.৮২ একর।

ঠাকুরগাঁও জেলা কারাগারের বর্তমান বন্দী-ধারণক্ষমতা মোট ১৬৮ জন। এর মধ্যে পুরুষ ধারণ-ক্ষমতা ১৬৫ এবং মহিলা ধারণ-ক্ষমতা ০৩ জন।